মোংলা-খুলনা মহাসড়ক চার লেনের দাবিতে এনসিপির মানববন্ধন
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা-খুলনা জাতীয় মহাসড়ক (এন-৭) বারবার চার লেনে উন্নিত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার দুপুরে মোংলা- খুলনা- জাতীয় মহাসড়কের ফয়লাহাট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বলেন, মোংলা-খুলনা জাতীয় মহাসড়কটি মাত্র দুই লেন থাকায় প্রতিদিন দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। দ্রুতই মহাসড়কটি চার লেনে উন্নীত করা, দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং মোংলা বন্দর ও ইপিজেড এলাকার ফিটনেসবিহীন ট্রাক চলাচল বন্ধের পাশাপাশি ২৭ টনের বেশি ভারবাহী যান চলাচল সীমিত করার আহবান জানান।
মানববন্ধনে এনসিপির রামপাল উপজেলা সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক গাজী সাকিব, উপজেলা এনসিপি সদস্য সিরাজুল ইসলাম, সোহান শেখ, বাইনতলা ইউনিয়নের আহবায়ক সোলাইমান হোসের, উজলকুড় ইউনিয়নের আহবায়ক মিরাজুল ইসলাম, গৌরম্ভা ইউনিয়নের আহবায়ক ইবাদুল ইসলাম এবং রামপাল সদর ইউনিয়নের সদস্য সচিব মামুন সরদার, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা প্রমুখ বক্তব্য রাখেন।
(এস/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)
