সালথা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলা-ধুলাকে প্রাধান্য দিলে সামাজিক অপরাধগুলো কমে যাবে। যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। 

আজ রবিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল খেলা-ধুলাকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রাম্য যে খেলাগুলো রয়েছে আমাদের দল সেগুলোকেও সব সময় প্রাধান্য দিয়ে এসেছে।

যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা নজরুল ইসলাম, বাবুল আহম্মেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত
প্রমূখ।

এ ফাইনাল খেলায় মধুখালী আন্তঃক্রীড়া একাদশ বনাম কাশিয়ানী একাদশ অংশগ্রহন করে। খেলায় ট্রাইব্রেকারে মধুখালী আন্তঃক্রীড়া একাদশ জয়লাভ করে।

(এএন/এসপি/নভেম্বর ০৯, ২০২৫)