গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। রবিবার রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মোটর সাইকেল আরোহী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৬০) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২)।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন মোল্লা ওই ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে মোটরসাইকেলে করে টেকেরহাট থেকে সরোজ ও বিজয় ডালমিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন । রাত পৌনে ১০টার দিকে তাদের মোটরসাইকেল সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে পৌঁছালে সেখানে সড়কের রং সাইডে দাঁড়িয়ে থাকা গ্যাস ভর্তি একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস নিহত হয়। আরোহী সরোজ ভট্টাচার্যকে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে বৌলতলী পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
নিহত বিজয় বিশ্বাস ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
(টিবি/এএস/নভেম্বর ১০, ২০২৫)
