কয়েকদিনের ব্যবধানে ফরিদপুর শহরে জেলা আ. লীগের দু'টি মিছিল
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা শহরে পরপর দুটি বিক্ষোভ মিছিল করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে কার্যকর স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখা।
'শেখ হাসিবা আসবে, বাংলাদেশ হাসবে' লেখা সম্বলিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের ব্যানারে প্রথম মিছিলটি শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে (মশাল মিছিল) এবং দ্বিতীয়টি রবিবার (৯ নভেম্বর) সকালে ফরিদপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের ছবি সম্বলিত ব্যানার ব্যাবহার করা ওই মিছিল দু'টি যথাক্রমে ফরিদপুর সদর উপজেলা পরিষদের নিকটবর্তী সড়ক ও ফরিদপুর সিভিল সার্জন অফিস সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়েছে।
মিছিল দু'টির বেশ কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওগুলো থেকে- 'শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে', 'শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'ফারুক ভাই ভয় নাই- রাজপথ ছাড়ি নাই', আরিফ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, 'অবৈধ সরকার, মানি না মানবে না', 'এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে,' 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', '-ইত্যাদি টাইপের বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল্লাহ 'দৈনিক বাংলা ৭১' কে জানান, 'রবিবার সকালে সিভিল সার্জন অফিসের সামনের সড়কে যে মিছিলটি হয়েছে সেটিতে অল্প সংখ্যক লোকজন ছিলো, পরে হয়তো আরও কিছু এসেছে। খুব বেশিক্ষণ মিছিলটি স্থায়ী হয়নি।' এছাড়া, শুক্রবার মধ্যরাতে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী মহাসড়কে হওয়া মশাল মিছিলটির অবস্থান সম্পর্কে তিনি নিশ্চিত নন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ।
(আরআর/এএস/নভেম্বর ১০, ২০২৫)
