যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নামে মামলা
যশোর প্রতিনিধি : যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির নালিশী মামলা হয়েছে। রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলী) আদালতে এ মামলা দায়ের করেন জাতীয়তাবাদী মহিলা দল যশোর শাখার সভানেত্রী রাশিদা রহমান। আদালতের বিচারক শান্তনু কুমার মণ্ডল বাদীর অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ।
বাদীর অভিযোগ, চলতি বছরের ৮ নভেম্বর দুপুর বেলা ১২টা ৪০ মিনিটের দিকে যশোর রেডক্রিসেন্ট অফিসের দ্বিতীয়তলায় মিটিং আরম্ভ হওয়ার পূর্বে কথা বার্তার এক পর্যায়ে উপস্থিত অ্যাড. আবু ইসহক, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রেজা দুলু, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ ব্যক্তিবর্গের সামনে বাদীকে থাপ্পড় মারার জন্য তেড়ে আসে আসামি।
এসময় বাদীকে বলে ‘‘বেয়াদব নষ্টা মহিলা মেরে তোর আর তোর ছেলের পাছার চামড়া তুলে নিবো এবং ৪৮ ঘন্টার মধ্যে তোকে আর তোর ছেলেকে পুলিশ দিয়ে তুলে আনবো।’’ তখন উপস্থিত ব্যক্তিবর্গ আসামির হাত থেকে বাদীকে কোনমতে রক্ষা করে। বাদী এবং আসামির হট্টগোলের বিষয়ে জ্ঞাত হয়ে ২ ও ৩ নম্বর সাক্ষী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
আসামি বাদীকে লক্ষ্য করে বলে যে ‘‘অত্র বিষয় লইয়া কোন মামলা মোকদ্দমা করিলে তোকে প্রাণে খুন করিয়া ফেলিব।’’ বাদী লজ্জায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বাদী কোতয়ালি থানায় মামলা করতে গেলে বিজ্ঞ আদালতে মামলার করার পরামর্শ দেন।
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, আমি পার্টির সেক্রেটারি হিসেবে একটা বিষয়ে তাকে বকা দিয়েছি। এতে তিনি সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন। তিনি সংক্ষুদ্ধ হতেই পারেন। এ বিষয়ে আমার কোন অভিযোগ নেই।’
(এএমএ/এএস/নভেম্বর ১০, ২০২৫)
