দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরসমূহে সেবার মানোন্নয়ন এবং হয়রানি রোধে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯০তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনাজপুর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত নাগরিকরা তাদের অভিযোগ সরাসরি কমিশনের সামনে উপস্থাপন করেন।
জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানিতে জানায়, সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধই এ ছিলো গণশুনানির মূল লক্ষ্য।
গণ শুনানির উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি নিরসন করতে গেলে আগে নিজে অথবা নিজের প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে হবে। নিজে দুর্নীতির সাথে যুক্ত হয়ে অন্যকে অথবা অন্য কোন প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। এখানে আত্মশুদ্ধি দৃশ্যমান করতে হবে। তবেই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। এজন্য প্রত্যেকটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এমনটি সম্ভব হলে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ তথা একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবো। এটি করতে না পারলে দুর্নীতি দের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সফল হবে না।
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামিক সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত)মোঃ আখতার হোসেন, দুর্নীতি দমন কমিশনের মোঃ নুরুল হুদা, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, কোন শুনানিতে মোট ১৩০টি অভিযোগ উত্থাপিত হয়। সরকারি পর্যায়ের ১২৭টি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএস/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
