একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। 

আজ সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবাদত হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রতিবন্ধী শিশুদের অবিভাবক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সেমিনারে অংশগ্রহণ করেন।

(একে/এসপি/নভেম্বর ১০, ২০২৫)

রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।