ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূ নূপুর আক্তারের
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : নিখোঁজের ১৮ দিন অতিবাহিত হলেও সন্ধান পাওয়া যায়নি গৃহবধু নূপুর আক্তারের। নিরুপায় হয়ে স্বামী আব্দুল মান্নান গত ৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানায় দায়ের করা ডায়েরীতে উল্লেখ করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিপুর ২য় গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী দুই সন্তানের জননী নূপুর আক্তার (৩২) ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর আব্দুল মান্নান নূপুরের বাবার বাড়ীসহ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি।
আব্দুল মান্নান (৩৫) জানান, নূপুরের কিছু মানসিক সমস্যা রয়েছে। তাকে কয়েকবার চিকিৎসাও করানো হয়। মাস খানেক আগে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে অন্য গ্রামে চলে যায়। পরে পাশের গ্রামের লোকজনের সংবাদের ভিত্তিতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ২৪ তারিখ নিখোঁজের পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি বলেন নূপুরের গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। সে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ সন্ধান পেলে ০১৭৪৫-৪৭০৮৭৭ এই মোবাইল নাম্বারে কল করার জন্য স্বামী মান্নান বিনীত অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন, জিডির বিষয়টি তদন্তনাধীন রয়েছে। নিখোঁজ গৃবধুকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
(এন/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
