১৩ নভেম্বরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ১৩ নভেম্বেরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভায় আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উপজেলার মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ লক্ষ্যে প্রশাসন বিভিন্ন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
অন্যদিকে, ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর তার বক্তব্যে অপরাধ দমনে সাইবার পেট্রোলিং ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশল প্রয়োগ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অপরাধীদের ডাটাবেইস হালনাগাদ ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করলে অপরাধ দমন আরও কার্যকর হবে।
সভায় বক্তারা আরও বলেন, কিশোর অপরাধ মনিটরিং ডাটাবেইস তৈরি, মাদকবিরোধী প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং পুলিশ-জনগণ পার্টনারশিপ সভার মাধ্যমে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
সভা শেষে ইউএনও ফারজানা আক্তার বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা টুঙ্গিপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করতে পারব।
(টিবি/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
