সহকারী কমিশনার হিসেবে সোনাতলায় শাহানাজ পারভীনের যোগদান
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শাহানাজ পারভীন যোগদান করেছেন।
সহকারী কমিশনার শাহানাজ পারভীন এর জন্মস্থান ঢাকা বিভাগের গাজীপুর সিটি কর্পোরেশনে। তিনি গাজীপুরের স্থানীয় স্কুল হতে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (finance) বিষয় নিয়ে মাস্টার্স সম্পূর্ণ করেন। কঠোর অধ্যবসায় শেষে সাফল্যের সহিত তিনি ৩৮তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হন।
একান্ত সাক্ষাৎকারে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, সহকারী কমিশনার হিসেবে আমি ২০২১ সালে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জে প্রথম যোগদান করে দ্বায়িত্ব পালন করি। পরবর্তীতে সিলেটের ওসমানী নগর উপজেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলাম। এবারো বদলি জনিত কারণে গত রবিবার বগুড়ার সোনাতলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব ভার গ্ৰহন করেছি। পারিবারিকভাবে আমরা তিন বোন। এই কর্মস্থলে থাকাকালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। তবে এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল পদে কিছুদিন চাকুরী করেছেন।
(বিএস/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
