টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলায় কর্মকর্তাসহ আহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে দলের নেতাকর্মীদের কাজ করে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। তবে পুলিশের দাবি, নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নির্বাচন কর্মকর্তাসহ তিনজন। এদের মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে নির্বাচন অফিসে এ হামলার ঘটনা ঘটে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাজ না করে দেওয়ার অভিযোগ তুলে আওয়ামী ট্যাগ দিয়ে অফিসে হামলা করে ভাঙচুর করে উপজেলার বিএনপি নেতাকর্মীরা। এসময় নির্বাচন কর্মকর্তাকে মারধর করে এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। তাদের হামলায় ৩জন আহত হয়।
আহতরা জানান, কয়েকজন নেতাকর্মী এসে আওয়ামী লীগের ট্যাগ দেন এবং তাদের কাজ করা হচ্ছে না এমন অভিযোগ তুলে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অফিস ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করেন তারা।
গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন চৌধুরী বলেন, ঘটনাটি তেমন গুরুতর নয়। দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং অফিসের কাঁচের জানালা ভাঙা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
(এসএম/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
