যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন।
আজ সোমবার সকালে যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী প্রধান এসটিসিঅ্যান্ডএস-এ পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার।
বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় জেনারেল ওয়াকার-উজ-জামান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে এই কোর ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার, আর্টডকের কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কমান্ড্যান্ট, সেনাবাহিনীর বিভিন্ন সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং সিগন্যাল ইউনিটসমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর এসটিসিঅ্যান্ডএস-এ কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। যশোর সেনানিবাসের শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী অনুষ্ঠিত ওই অভিষেক অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয় এবং তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
(এসএ/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
