স্টাফ রিপোর্টার : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম বাড়ানো হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৫০৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ চার হাজার ২৮৩ টাকা। 

মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে এই নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (১০ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫০৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ২৮৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪০৩ টাকা বাড়িয়ে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ও দুই হাজার ৬৪ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৬১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা।

এর আগে গত ২ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৭৯ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ এক হাজার ৭৭৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৯৭ টাকা বাড়িয়ে এক লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ও হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৬৫ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে এক লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ৩১ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ ৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫০৮ টাকা কমিয়ে এক লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৪৬ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা কমিয়ে এক লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভালোমানের ২২ ক্যারেটের একভরি রুপার দাম চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের একভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতনী একভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়।

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৫)