রূপক মুখার্জি, নড়াইল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীক দেওয়ার দাবিতে দুই প্রার্থীর পৃথক নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকালে জেলা শহরের মালিবাগ এবং পুরাতন বাস টার্মিনাল এলাকায় পৃথক পৃথক ভাবে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরতলীর মালিবাগ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, যুহ্ম-সম্পাদক এনামুল সরদার, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, মহিলা দলের সভাপতি সিরিন জামান প্রমূখ।

অপরদিকে, সোমবার বিকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান,
জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমূখ।

উভয় সমাবেশে নড়াইল-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ বলেন, 'আলোচিত এ আসনে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সেই প্রার্থীর পক্ষে কাজ করবে বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা। এ আসনের ধানের শীষ প্রতীকে যাকেই মনোনয়ন দেয়া হবে তিনি বিজয়ী হবেন, ইনশাল্লাহ।

(আরএম/এএস/নভেম্বর ১০, ২০২৫)