‘নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না’
ঠাকুরগাঁও প্রতিনিধি : জামাত-এনসিপি নির্বাচনকে ভয় পায়, তারা খুব ভালো করেই জানে নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই পি আর পদ্ধতির কথা বলে নির্বাচনটাকে পেছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গা ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন নির্বাচন পিছানোর কোন সুযোগ নাই, নির্বাচন পিছালে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। “সংস্কারের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় নিতে হবে এ সরকারকেই।”
হাসিনা সম্পর্কে তিনি বলেন, হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে। দলের ছেলেদের দিয়ে গাড়ি বহর পোড়াচ্ছে আর দিল্লিতে আরামে বসে আছে। তাই তার উদ্দেশ্যে বলছি সাহস থাকলে, জনগণের প্রতি ভালবাসা থাকলে, দেশে আসো আমাদের মত জেল খাটো, তারপর কথা হবে। আওয়ামী লীগ সন্ত্রাস নিয়ে টিকে থাকতে চায়।
তিনি বলেন, “জামায়াতের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা পিআর নিয়ে বড় বড় কথা বলছে। “পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দিতা করতে পারবে না।”
বড়গাও ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
(এফআর/এএস/নভেম্বর ১১, ২০২৫)
