‘সান্তোসে বিশৃঙ্খলা চরমে’
স্পোর্টস ডেস্ক : ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সান্তোসের ৩-২ গোলে হারের রাতে এক অদ্ভুত ঘটনা যেন ক্লাবটির মৌসুমজুড়ে চলা বিশৃঙ্খলাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
দলের পারফরম্যান্সে হতাশ নেইমার সতীর্থদের নির্দেশ দিলেও তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়। এরপর ম্যাচের শেষদিকে কোচ তাকে বদলি করলে চূড়ান্ত বাঁশির আগেই ক্ষোভ নিয়ে মাঠ ছাড়েন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
ঘটনাটি ঘটে মারাকানা স্টেডিয়ামে, ম্যাচের ৬৬তম মিনিটে। তখন সান্তোস ২-০ গোলে পিছিয়ে। ৩৩ বছর বয়সী নেইমার দলের বারবার ‘লং বল’ খেলার কৌশলে বিরক্ত হয়ে সতীর্থদের বলেন, রক্ষণভাগ থেকে ছোট ছোট পাসে খেলা শুরু করতে।
কিন্তু তার নির্দেশ মানা হয়নি। আক্রমণভাগের খেলোয়াড় হয়েও নেইমার নিজেই রক্ষণভাগে নেমে গোল কিক নিতে আসেন, যেন নিজেই খেলা গুছিয়ে শুরু করতে পারেন।
তবুও ব্যর্থ হন তিনি। কয়েক মুহূর্ত পরেই সেন্টার-ব্যাক লুয়ান পেরেস আবারও একটি লম্বা বল বাড়ান মাঠের অপর প্রান্তে, যা ফ্ল্যামেঙ্গোর খেলোয়াড়রা সহজেই কেড়ে নেয়। তখন দেখা যায়, নেইমার হতাশায় থেমে দাঁড়িয়ে আছেন, মাথা নাড়ছেন এবং দু’হাত তুলে অবিশ্বাস প্রকাশ করছেন।
এই দৃশ্যই মাঠে নেইমার ও সতীর্থদের বোঝাপড়ার অভাবকে নগ্ন করে দেয়। সান্তোসের একাডেমি থেকে উঠে আসা এই তারকা বার্সেলোনা ও পিএসজিতে বল ধরে খেলা সৃজনশীল ফুটবলে অভ্যস্ত ছিলেন। কিন্তু নিজ ক্লাবে ফিরে এমন কৌশলগত বিশৃঙ্খলায় তিনি স্পষ্টতই মানিয়ে নিতে পারছেন না।
ভিডিওটি অনলাইনে ভাইরাল হলে ভক্তরা একে বলেন, ‘সবচেয়ে নেইমারসুলভ মুহূর্ত!’— যা দলের ভেতরের অসামঞ্জস্যতাকে প্রকাশ্যে এনে দিয়েছে।
ম্যাচের শেষদিকে কোচ হুয়ান পাবলো ভয়ভোদা নেইমারকে বদলি করলে পরিস্থিতি আরও জটিল হয়। ৮৫তম মিনিটে, যখন সান্তোস ৩-০ গোলে পিছিয়ে, তখন কোচ তাকে তুলে নিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার বেঞ্জামিন রোলহেইসারকে নামান।
ক্যামেরায় ধরা পড়ে, ৩৩ বছর বয়সী নেইমার বেঞ্চের দিকে তাকিয়ে ইশারায় বলছেন, ‘আমাকে তুলে নিচ্ছো?’ এরপর এক মুহূর্ত অপেক্ষা না করেই তিনি সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান।
শেষদিকে সান্তোস দুটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। ফলে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন জোনেই রয়ে গেছে, সেফটি জোন থেকে মাত্র দুই পয়েন্ট দূরে। মৌসুম শেষ হতে বাকি ছয় ম্যাচ, আর আটবারের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নদের সেরি বি-তে নেমে যাওয়ার শঙ্কা ক্রমেই ঘনাচ্ছে।
ম্যাচ শেষে কোচ ভয়ভোদা বলেন, ‘যে খেলোয়াড় দলকে সাহায্য করতে চায়, তার এমন প্রতিক্রিয়া স্বাভাবিক।’ তবে বাস্তবে ক্লাবের মতোই নেইমারের ব্যক্তিগত পারফরম্যান্সও নিম্নমুখী। জানুয়ারিতে আল-হিলাল থেকে সান্তোসে ফেরার পর চোটে ভুগতে থাকা এই তারকা এখন পর্যন্ত ১৫ ম্যাচে করেছেন মাত্র ৩ গোল ও ৬টি অ্যাসিস্ট।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২৫)
