তারাকান্দায় ৩১ দফার লিফলেট বিতরণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
সোমবার বিকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার ৪নং গালাগাও ইউনিয়নের চিনাপাড়া মোড়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সার্জেন্ট রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
(এসআই/এএস/নভেম্বর ১১, ২০২৫)
