কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বিকল, ঈশ্বরদীতে প্রায় এক ঘণ্টা বিলম্ব
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে প্রায় এক ঘণ্টা আটকে ছিল কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত ট্রেন যাত্রী।
আজ মঙ্গলবার সকালের দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
স্টেশন অফিস সূত্রে জানা যায়, খুলনা থেকে রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঈশ্জংবরদী শন স্টেশনে আটকে যায়। মেরামতের পর দুপুর ১২টার পরে ট্রেনটি সচল হয়।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সুজন কুমার বলেন, ট্রেনটি ১০টা ৫০ মিনিটে স্টেশনে প্রবেশের কথা থাকলেও ২০ মিনিট বিলম্বে অর্থাৎ ১১টা ১০ মিনিটে আসে। এখানে পাওয়ার (ইঞ্জিন) চেঞ্জ করার জন্য ২০ মিনিট বিলম্বের নিয়ম রয়েছে। এসময় ক্যারেজের টেকনিশিয়ানরা ট্রেনের বগি পরীক্ষা করে। এই সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মেরামতের পর ১২টা ৫ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
ক্যারেজের টিএক্সআর জামাল উদ্দিন জানান, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ৭৩৪৬ নম্বর বগির
চাকার হুইল সেট গাইড ভেঙ্গে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনার সম্ভাবনা ছিল। আমাদের টেকনিশিয়ানরা পরীক্ষার সময় ত্রুটি ধরা পড়ে। মেরামতের পর যথারীতি কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে।
ট্রেনযাত্রী সাব্বির হোসেন বিলম্বের জন্য ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাড়ার আগেই পরীক্ষা করা উচিত। যথানিয়মে পরীক্ষা-নিরীক্ষা না করার জন্য দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
(এসকেকে/এসপি/নভেম্বর ১১, ২০২৫)
