তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের দেয়ালে লেখাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। পরে এর জের ধরে প্রায় আধাঘণ্টা টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানার ওসি বোঝানোর পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

স্থানীয় ও বিদ্যালয় সুত্রে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র তন্ময় মোল্লার বিরুদ্ধে একটি কক্ষের দেয়ালে খারাপ ভাষা লেখার অভিযোগ উঠে। তখন গনিতের শিক্ষক জাকির হোসেন ছাত্রের ব্যাগটি জব্দ করে প্রধান শিক্ষকের কাছে জমা দেয়। এছাড়া খারাপ ভাষা লেখার অপরাধে ঐ ছাত্রকে বিদ্যালয় থেকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেয়ার কথা বলেন। পরে ছাত্রের মা বিদ্যালয়ে এসে শিক্ষক জাকির হোসেনকে অনুরোধ করেন টিসি না দেয়ার জন্য। তখন শিক্ষক জাকির হোসেন ও তন্ময় মোল্লার মায়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ঐদিন রাতে পাটগাতী বাসস্ট্যান্ডে আবার তন্ময়ের বাবা আলী আকবার মোল্লা ও জাকির হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়। তার জের ধরে মঙ্গলবার বেলা ১১ টায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর কিছু শিক্ষার্থীর নেতৃত্বে সড়ক অবরোধ অন্য শিক্ষার্থীরা। এসময় প্রায় আধা ঘন্টা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বোঝানোর পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

৯ম শ্রেনীর শিক্ষার্থী তন্ময়ের বাবা আলী আকবার মোল্লা বলেন, সোমবার রাতে পাটগাতী বাসস্ট্যান্ডে শিক্ষক জাকির হোসেনের সাথে দেখা হলে জানতে চাই ছেলের ব্যাগ আটকিয়ে টিসি দেয়ার হুমকি দিয়েছেন আর আমার স্ত্রীর সাথে কেন খারাপ ব্যবহার করেছেন! তখন শিক্ষক জাকির হোসেন আমার সাথেও উত্তেজিত হয়ে কথা বলেন। পরে আমাদের দুজনের মাঝে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উনি উস্কানি দিয়ে মঙ্গলবার ছাত্রদের দিয়ে সড়ক অবরোধ করিয়েছেন। এছাড়া শিক্ষক জাকির হোসেনের কাছে প্রাইভেট না পড়ায় প্রতিহিংসা মূলকভাবে এঘটনা ঘটিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষক জাকির হোসেন বলেন, আমার বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবক যে অভিযোগ করেছেন সেটা ভিত্তিহীন। কারন ঐ ছাত্র দেয়ালে খারাপ ভাষা লেখার সময় একজন শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা দেখেছেন। তখন ক্লাসে গিয়ে তন্ময়কে না পাওয়ায় তার ব্যাগটি প্রধান শিক্ষকের কাছে দিয়েছিলাম। পরে তার অভিভাবক এসে আমাকে হুমকি ধামকি দিয়েছে। আর শিক্ষার্থীদের সড়কে যেতে আমি বাঁধা দিয়েছিলাম। কিন্তু তারা শোনেনি।

গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস বলেন, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে জড়ো হচ্ছিলো। তখন আমার সন্দেহ হওয়ায় শিক্ষার্থীদের হাতজোড় করে অনুরোধ করেছিলাম কোন কিছু না করতে। কিন্তু তারা অনুরোধ না শুনেই সড়কে চলে যায়। সাথে সাথে ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) জানাই। কিন্তু তার আগেই ওসি জাহিদুল ইসলাম এসে শিক্ষার্থীদের বুঝিয়ে বিদ্যালয়ে ফেরান। পরে সহকারী কমিশনার (ভূমি) স্যার বিদ্যালয়ে এসে দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে বিদ্যালয়ের সামনে যাই। তখন শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে বিদ্যালয়ে পাঠানোর পর যানচলাচল স্বাভাবিক হয়। এবিষয়ে কোন পক্ষ এখনো লিখিত অভিযোগ করেনি।

(টিবি/এসপি/নভেম্বর ১১, ২০২৫)