স্বাধীনতা থেকে জুলাই চেতনার পালাবদল পেয়েছে : মোমিন মেহেদী
স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্টে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা থেকে জুলাই চেতনা ব্যবসায়ীদের পালাবদল পেয়েছে। বিনিময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ছাত্র-যুব-জনতার নিরাপত্তাহীনতা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, ফেইক ধর্মীয় নেতা বেড়েছে, কমেছে মানুষের জীবনের দাম।
আজ মঙ্গলবার ‘মানুষের চাওয়া-পাওয়া নিয়ে ভাবছে কি সরকার’ শীর্ষক নতুনধারার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এদিন বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে চলমান রাজনৈতিক-প্রশাসনিক অস্থিরতা থেকে মুক্তির পথ বিষয়ক অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, জাতি হিসেবে বাংলাদেশীরা বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ প্রতারিত হয়েছে ছাত্র আন্দোলনকে বিশ্বাস করে। আর তার সর্বশেষ প্রমাণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবিকে সকল শর্ত পূরণ করা স্বত্বেও নিবন্ধন না দেয়া। এসময় তিনি আইন-শৃঙ্খলার চরম অবনতির চিত্র তুলে ধরে আরো বলেন, নির্বাচনের রাজনৈতিক খেলায় আমজনতার দ্রব্যমূল্য বেড়েই চলেছে, কিন্তু তা নিয়ে মোটেই মাথা ব্যথা নেই ইউনূস সরকারের। তারা আরো ৫০ বছর ক্ষমতায় থাকবার স্বপ্নে বিভোর হয়ে আছে। ছাত্র শিবির-জামায়াতের মত যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠি ৩০ লক্ষ হত্যাকাণ্ড আর ২ লক্ষ ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে দিনে-রাতে ৮৬৫ হত্যাকাণ্ডকে সামনে রেখে তুলনা নির্ধারণ করবার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে অংক, ভুলে গেছে ইতিহাস; জনগণ ভোলেনি। তারা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণার জবাব দিতে প্রস্তুত হচ্ছে। ইউনূস সরকারও থাকবে না, জামায়াত-শিবিরও পারবে না শাক দিয়ে মাছ ঢেকে ইতিহাসকে কালো কাপড়ে ঢেকে রাখতে। মানুষ সত্য ও সাহসের রাজপথে নামবে বাংলাদেশকে কুরাজনীতির হাত থেকে রক্ষার জন্য।
(পিআর/এসপি/নভেম্বর ১১, ২০২৫)
