তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, দু’দিন পর বাড়বে
স্টাফ রিপোর্টার : তাপমাত্রা কমতে কমতে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। দুই দিন পর বাড়বে কিছুটা বলে বুধবার (১২ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের দিনও রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এরপর সারা দেশের তাপমাত্রা বাড়তে পারে।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৫)
