প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারি সমাজসেবা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে জেলা ফিনান্স অ্যান্ড একাউন্টস অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাদিরা খানম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক রিজভী আক্তার, সুশীল সমাজের প্রতিনিধি মনোজ কুমার সাহা, বর্ণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র আকাশন, মাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, প্রতিবন্ধী শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রধান, প্রতিবন্ধী শিশুর অভিভাবক ফরিদা আহমেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা সঠিক প্রক্রিয়ায় প্রতিবন্ধী শিশু বাছাই, শিক্ষাবৃত্তি নিশ্চিত ও তাদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সব ধরনের সহযোগিতা করার জন্য সমাজসেবা অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।
(টিবি/এএস/নভেম্বর ১২, ২০২৫)
