সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি
স্পোর্টস ডেস্ক : ঢাকার সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫’ নানা আলোচনার মধ্য দিয়ে শেষ হলেও, সমাপনী দিনের অব্যবস্থাপনা পুরো আয়োজনকে ম্লান করে দিয়েছে।
আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও অনেক ক্রীড়া সাংবাদিককে অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত রবিবার ও সোমবার (৯ ও ১০ নভেম্বর) এই কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে দেশের ৬৪ জেলা ও ৮টি বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি এবং ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন, সোমবার, ছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি। কিন্তু বিশেষ এই দিনেই ঘটে বিপত্তি। আমন্ত্রিত অনেক সাংবাদিক ভেন্যুতে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। এই ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সৃষ্ট এই অসন্তোষের পরিপ্রেক্ষিতে, আজ বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘গত ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বাইরে এসে দেখলাম, আপনাদের যথাযথ সম্মান দেখানো হয়নি। এটি আমাদের ব্যর্থতা। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, এবং আমার পক্ষ থেকেও, আন্তরিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী।’
বিসিবি সভাপতি শুধু ক্ষমা চেয়েই থামেননি, এই ঘটনার কারণ খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। তিনি বলেন, ‘আপনাদের কথা দিচ্ছি, কোন বিভাগের ত্রুটিতে এই ব্যর্থতা ঘটেছে, তা তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ক্রিকেটের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকার কথাও স্বীকার করেন আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, ‘ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার হচ্ছেন আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন।’
তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা ভবিষ্যতেও ক্রিকেটের এই যাত্রার অংশ হয়ে থাকবেন।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৫)
