কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : স্বপ্ন ছিল প্রবাসের কষ্ট ভুলে প্রিয়জনদের সঙ্গে কিছু সময় কাটাবেন, হাসবেন-খেলবেন, গ্রামের বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াবেন। কিন্তু সেই আনন্দের দিনগুলো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল এক তরুণের স্বপ্ন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামের সৌদি প্রবাসী আবু বক ফারুক (২২) গতকাল মঙ্গলবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় তার বন্ধু ও মোটরসাইকেল চালক তুহিন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা হাসপাতালে মৃত্যুর সঙ্গে ক্ষণ গুনছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের শেষ আলোয় দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিলেন মাগুরার মহম্মদপুরের মধুমতি ব্রিজে। জীবনের আনন্দ উপভোগ করতে গিয়ে ব্রিজে বেপরোয়া গতিতে চলতে থাকা মোটরসাইকেলটি একটি অটোভ্যানের সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। পেছনে বসা আবু বকর ছিটকে গিয়ে ব্রিজের রেলিংয়ে মাথা আঘাত পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহতের স্বজনরা জানান, মাত্র দশ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন আবু বকর। কিন্তু ১০ দিন পর এখন সেই বাড়িতে চলছে শুধু কান্নার মাতম।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি মহম্মদপুর উপজেলার সীমানায় ঘটেছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি, তাই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আজ বুধবার সকালে চন্দনী গোরস্থান মাদরাসা মাঠে জানাজা শেষে আবু বকরকে মাদরাসা কবরস্থানে দাফন করা হয়।

(কেএফ/এসপি/নভেম্বর ১২, ২০২৫)