ঈশ্বরদীতে গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন বিএনপি নেতা হাবিব
ঈশ্বরদী প্রতিনিধি : সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় ল্যাপটপ পুরস্কার দিলেন বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
হাবিব শিক্ষকদের উদ্দেশ্যে এসময় বলেন, আপনারা শুধু বেতনের আশায় লেখাপড়া করাবেন না, শিক্ষার্থীদের নিজের সন্তান ভেবে সঠিকভাবে লেখাপড়া করাবেন। প্রতিটা শিক্ষার্থী যেন এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পায় সেইভাবে মনোযোগ দিয়ে আপনারা শিক্ষার্থীদের পাঠ দান করাবেন। আমি বিগত বছর এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বলেছিলাম, যারা গোল্ডেন এ প্লাস পাবে, তাদেরকে আমি ল্যাপটপ প্রদান করব। তারই ধারাবাহিকতায় একজন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়েছে। আজ এই শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিয়ে আমি কথা রেখেছি এবং খুব খুশি হয়েছি।
ঈশ্বরদী উপজেলার সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আর ঈশ্বরদী-আটঘড়িয়ার মানুষ আমাকে ভোট দিয়ে যদি এমপি বানায় এবং বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ঈশ্বরদী আটঘরিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান উন্নতকরণ, স্কুল বিল্ডিং তৈরি করব। কিভাবে ডিজিটাল কায়দায় শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার মান আরো বৃদ্ধি করা যায় সেদিকেও আমার দৃষ্টি থাকবে।
শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবান আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শামিমউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, দাশুড়িয়া ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শহিদুল ইসলাম, চরমিরকামারী ভাষা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চামেলী খাতুন। এছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষকসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী হাবিবুর রহমান হাবিব গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী লামাইয়া খাতুনকে একটি ল্যাপটপ এবং কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকির ঘোষণা অনুযায়ী চারজন শিক্ষার্থী যথাক্রমে নুসরাত জাহান, সুমাইয়া খাতুন, লামিয়া খাতুন ও নীরব হোসেনকে এন্ড্রয়েড মোবাইল প্রদান করেন।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকিকে ধন্যবাদ জানান।
(এসকেকে/এসপি/নভেম্বর ১২, ২০২৫)
