মাগুরায় ২০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান
মাহমুদ ফজল, মাগুরা : মাগুরা কালেকটরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা মেধা বৃত্তি ২০২৫ প্রদান করা হয়। মাগুরা জেলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট এক লাখ টাকার শিক্ষা মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকালে মাগুরা কালেকটরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা সহায়তা ফান্ড’ থেকে এই মেধা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল।
এ সময় জেলা শিক্ষা অফিসার, সরকারী হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কালেকটরেট কলেজিয়েট স্কুলের শিক্ষকবৃন্দ, সূর্যমুখী স্কুলের শিক্ষক বৃন্দসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভী জামান বলেন, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হিসাবে গড়ে উঠতে হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, এই বৃত্তি তাদের পড়াশোনায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং জেলা প্রশাসনের এমন উৎসাহ তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করবে। আরেকজন শিক্ষার্থী জানান, এমন উদ্যোগ তাদের মতো শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস এবং তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকবে বলে তিনি জানান।
(এফএম/এসপি/নভেম্বর ১২, ২০২৫)
