মাদারীপুর- ২
বিএনপি থেকে হিমেল আল ইমরানকে মনোনয়নের দাবিতে গণমিছিল সমাবেশ
বিপুল কুমার দাস, রাজৈর : ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা হিমেল আল ইমরানকে মাদারীপুর- ২ আসনে মনোনয়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর পানের পাড়ে গণমিছিল হয়েছে। পরে রাজৈর বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার বিকালে মাদারীপুরের রাজৈরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছর ছাত্রদল নেতা হিমেল আল ইমরান শেখ হাসিনা সরকারের আমলে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করেছে। তিনি স্বৈরাচার সরকারের আমলে মামলা-হামলার শিকার হয়েছেন। কারাবরণ করেছেন,রিমান খেটেছেন, জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তিনি। বিএনপির দুর্দিনে রাজপথে থাকা এই ত্যাগী নেতাকে মাদারীপুর-২ আসনের মনোনয়ন দিতে কেন্দ্রীয় বিএনপির ও জনাব তারেক রহমান এর প্রতি আহবান জানান নেত্রবৃন্দরা।
সমাবেশে রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল মাতুব্বর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দক রাজৈর উপজেলা যুগ্ম আহবায়ক, মো. আজিজ খান, রাজৈর পৌরসভার সেচ্ছাসেবক সদস্য সচিব রুহুল আমিন বেপারী, মাদারীপুর জেলা যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম, রাজৈর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো: তরিকুল মাতুব্বর, রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, ফরিদ হোসাইন, তামজিদ হোসেন, ইশিবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, রাজৈর পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার প্রমুখ। এছাড়াও মিছিল এ উপস্থিত ছিল হাজার হাজার সাধারন মানুষ।
(বিডি/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)
