ফুলপুরে ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমার সাথে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সাংবাদিকরা।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সহ-সভাপতি মাহমুদুল হাসান রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, সদস্য হাদিয়াতুল ইসলাম অমৃত, মুশফিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা দক্ষিণ কোরিয়ায় বিশেষ প্রশিক্ষণ শেষে গত রোববার নিজ কর্মস্থলে ফিরেছেন।
(এসআই/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)
