রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সারাদেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ স.ম আলাউদ্দিন চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের খুলনা রোডের মোড়ে যেয়ে শেষ হয়।

পরবর্তীতে খুলনা রোডের মোড়ে জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহম্মেদ চিশতি, জেলা যুবতদলের সাাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, জাতীয়তাবাদি আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আকবর আলী প্রমুখ।

বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দেওয়ার জন্য জনগনকে সচেতন থাকার আহবান জানান।

(আরকে/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)