রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালিতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও চাইনিজ কুড়ালসহ দুই যুবককে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চর এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ সাজেদুল ইসলাম শাওন ও একই এলাকার কামরুল ইসলাম।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের উভয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের উভয়ের বিরুদ্ধে এর আগেও মামলা ছিলো।
(একে/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালিতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও চাইনিজ কুড়ালসহ দুই যুবককে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চর থেকে তাদের গ্রেফতার করা হয়।
