দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা "ঢাকা লক ডাউন" কর্মসূচির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখা আজ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি এবং একটি বাইক শোডাউন পালন করেছে।

এই কর্মসূচি শুরু হয় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে। সেখানে অবস্থান কর্মসূচির পরে দলের নেতা-কর্মীরা একটি বাইক শোডাউনে অংশ নেন।

জামায়াতে ইসলামীর এই বাইক শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে। বাইকগুলো রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙ্গা রাস্তার মোড়, মেডিকেল কলেজ বাজার, চরকমলাপুর, এবং কোর্ট পার টেপাখোলা হয়ে পুনরায় জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।

বাইক শোডাউনে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখার সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকীম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি আকমাল হুসাইন-সহ জামায়াতের পৌর ও যুব ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

(ডিসি/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)