বগুড়ায় রেললাইনের ফিসপ্লেট খুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, নিরাপত্তা জোরদার
বিকাশ স্বর্ণকার, বগুড়া থেকে : বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশন ও সৈয়দআহম্মদ কলেজ স্টেশন এর মাঝামাঝি নতুরপাড়া নামক এলাকা হতে রেললাইনের দুটি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতের কোন এক সময় এঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের সদস্যরা রেললাইন ধরে যাবার সময় তাদের নজরে আসে দুর্বৃত্তরা রেললাইনের দুটি ফিশপ্লেট খুলে নিয়ে চলে যায়। তাৎক্ষণিক রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনরায় সেখানে স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।
রেলওয়ের এক কর্মকর্তা বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। তিনি আরো বলেন, ফিশপ্লেট খুলে ফেলার বিষয়টি ইচ্ছাকৃত এটি নাশকতার ইঙ্গিত দেয় এরপর থেকে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এ ঘটনায় পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে। প্রায় স্টেশন সহ রেললাইন ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা টহল জোরদার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
(বিএস/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)
