ঈশ্বরদীতে কুরিয়ার থেকে নকল ও ভেজাল ফিড জব্দ
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডেএর অফিস থেকে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ফিড জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ২০০ বস্তা ভেজাল ফিড জব্দ করা হয়।
জানা যায়, বসুন্ধরা ফিডস বিডি লিমিটেড নামে চিহ্নিত এই ফিডের বস্তাগুলোর গায়ে “ফিস ফিড”, “ক্যাটল ফিড” ও “পোল্ট্রি ফিড” লেখা ছিল। বস্তাগুলো পাবনার আটঘড়িয়া উপজেলা থেকে বুকিং দিয়ে ঈশ্বরদীতে পাঠানো হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসারের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য উৎপাদন, খাদ্যের মান বজায় না রাখা এবং উৎপাদনের তারিখ অগ্রিম দেখানোর অপরাধে এসব ফিড জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, বাজারে নকল ও ভেজাল ফিড সরবরাহ বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আজকের জব্দকৃত এসব ফিড প্রাণিসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে মৎস্য অফিসের কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)
