ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে নারী শিক্ষার উন্নয়নে একমাত্র লেনলমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করছিল বখাটে যুবকেরা। ওই ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসীন আলম ভূঞার ওপর হামলা করে বখাটে যুবকেরা। এ ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বখাটে যুবকেরা ছাত্রীদের শ্রেনীকক্ষ উদ্দ্যেশ্য করে ঢিল ছুড়ছিল। এসময় ছাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরলে তারা শিক্ষকদের নিকট নালিশ করেন। সহকারী শিক্ষক মহসীন আলম ভূঞা দ্বিতীয়তলা থেকে মোবাইল ক্যামেরায় একটি ছবি তুলেন। ছবি তোলার বিষয়টি দেখে ফেলে বখাটে যুবকেরা। বখাটে যুবকেরা ওই শিক্ষককে দেখা নেয়ার হুমকী দিয়ে আসছিল।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ঘটনার কিছুক্ষণ পর সহকারী শিক্ষক মহসীন আলম ভূঞা বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় ওৎ পেতে থাকা বখাটে যুবকেরা তার উপর অতর্কিত হামলা চালায়।স্থানীয় লোকজন ও শিক্ষকরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটননর পর ছাত্রী শিক্ষক ও অভিভাবক মহলে উত্তেজনা ছড়িয়ে পরে।তারা শিক্ষকের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তারা আহত শিক্ষককে নিয়ে কেন্দুয়া থানা কার্যালয়ে যান। থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঁ মুখলেছুর রহমান বাঙ্গালী জানান, আমরা ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। আমরা এই হামলাকারীদের বিচার চাই।
তিনি বলেন, যুবকদের পক্ষথেকে অভিভারক ও গন্যমান্য ব্যক্তিরা বখাটেদের দৃষ্টান্তমুলক বিচার করবে বলে সময় নিয়েছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, যারা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, লিখিত অভিয়োগ পেলেই মামলা দায়ের করা হবে।
এদিকে বখাটে যুবকরা পালিয়ে রয়েছে।
(এসবি/এসপি/নভেম্বর ১৩, ২০২৫)
