ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের সহায়তাপুষ্ঠ সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় “প্রবৃদ্ধি” (স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন) প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ৭টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বহী অফিসার শবনম শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন।
প্রকল্পের স্থাপনা উদ্বোধন শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সুযোগ সুবিধার খোঁজ খবর নেন। এ সময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন।
এ প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ৭টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় ১ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৮৫৬ টাকা। প্রকল্পের আওতায় ছিলো, ভৈরব শহরের উপস্বাস্থ্য কেন্দ্রের নিকট টয়লেট নির্মাণ, বোধাই সাহা ঘাটে টয়লেট নির্মাণ, দুধ বাজারে টয়লেট নির্মাণ, ওয়াটার এটিএম বুথ নির্মাণ, পৌরসভার সবজি বাজার, মাছ ও মাংস শেড আধুনিকায়ন করা, বাজারের পয়েন্টে ২৬টি সোলার লাইট স্থাপন ও সোলার প্যানেল নির্মাণ।
প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বহী অফিসার শবনম শারমিন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে ঐতিহ্যবাহী ভৈরব বাজারে ব্যবসায়ী এবং প্রতি বুধবারে ভৈরব বাজারে আসা কয়েক হাজার ক্রেতা-বিক্রেতারা সুবিধা পাবে এবং এর ফলে ব্যবসার প্রসার ঘটবে। এছাড়া প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলো স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বাজারকে পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা ব্যবসায়ী ও সকল নাগরিকদের দায়িত্ব। তিনি সকল পৌরবাসীকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এই সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জি.এম আরিফ সারোয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ভূঞা, কর আদায়কারী শাহানোয়াজ আহম্মেদ, বাজার পরিদর্শক মুহাম্মদ নবী হোসেন, এলইডি অফিসার উম্মে কারিমা, পৌরসভার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রকল্পের ঠিকাদার এবং বাজারের ব্যবসায়ীগণ।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জি.এম আরিফ সারোয়ার জানান, ভৈরবের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল শহরের বিভিন্ন এলাকায় টয়লেট, ওয়াটার বুথ নির্মাণ, আধুনিক সবজি বাজার নির্মাণসহ বিভিন্ন পয়েন্টে সোলার লাইট স্থাপন ও সোলার প্যানেল নির্মাণ করা। এরই ধারাবাহিকতায় ভৈরব বাজারের উপস্বাস্থ্য কেন্দ্রের নিকট একটি টয়লেট নির্মাণ ও ওয়াটার এটিএম বুথ নির্মাণ, বোধাই সাহা ঘাটে টয়লেট নির্মাণ, দুধ বাজার এলাকায় টয়লেট নির্মাণ, রানী বাজার পৌরসভার জায়গায় আধুনিক সবজি বাজার, মাছ ও মাংস শেড নির্মাণসহ শহরের বিভিন্ন পয়েন্টে ২৬টি সোলার লাইট স্থাপন, সোলার প্যানেল নির্মাণ করা হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে সুইসকন্ট্যাক্ট ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।
(এসএস/এএস/নভেম্বর ১৪, ২০২৫)
