হবিগঞ্জ প্রতিনিধি : আগামী ৬ ডিসেম্বর হবিগঞ্জ আসছেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসচিব, শিক্ষক সমাজের আপোষহীন নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সহ জোট নেতৃবৃন্দ। 

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

তাহিরপুর নয়মৌজা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আফজল হোসেন তালুকদারের সভাপতিত্বে জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

সভায় আজিজির সভাকে সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বার আরো ব্যাপকভাবে সভা করার সিদ্ধান্ত হয় সভায়।

অন্যান্যের মধ্যে আজকের সভায় উপস্থিত ছিলেন বাহুবল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব, সইদপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী আক্কাস মোল্লা, মানবকল্যাণ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. লিটন মিয়া, উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফতেহপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদার, শরিফাবাদ দাখিল মাদ্রাসার সুপার শেখ মো. খাইরুদ্দিন, নবীগঞ্জ নহরপুর শাহজালাল দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ জামাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মোহাম্মদ আব্দুল হাই, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মালেক, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সরওয়ার আলম, বানিয়াচং নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাঞ্চন কুমার শীল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল আলম, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লুৎফুর রহমান, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক আলী হায়দার প্রমুখ।

(এএম/এসপি/নভেম্বর ১৪, ২০২৫)