মাদারীপুর প্রতিনিধি : নিখোঁজের দুই দিন পর মাদারীপুরের কালকিনির একটি পুকুর থেকে সৌদি আরব প্রবাসী মো. সাইফুল ইসলাম মুন্সীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরের দিকে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাশে একটি পুকুর থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের শ্নানঘাটা এলাকার মোহাম্মাদ আলী মুন্সীর ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মুন্সী গত বুধবার (১২ নভেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে স্থানীয়রা শুক্রবার বেলা সারে ১২টার দিকে লাশ কালকিনির সূর্য্যমনি বাজারের পাশে একটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই প্রবাসীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, নিহত প্রাবাসী সাইফুল ইসলাম মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/নভেম্বর ১৪, ২০২৫)