সাতক্ষীরায় বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতির সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতির সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে সড়ক অবরোধ কর্মসূচির মধ্য শেষ হয়। এতে কয়েক হাজার হাজার নারী–পুরুষ কর্মসূচিতে অংশ নেয়।
সমাবেশে চিশতির সমর্থকেরা বলেন, “চিশতি আওয়ামী লীগের আমলেও ধানের শীষ প্রতীকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং এলাকায় উন্নয়নধর্মী কাজের মাধ্যমে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দল তাঁকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয় নিশ্চিত।”
তারা আরও দাবি করেন, চিশতির জনপ্রিয়তার কারণেই প্রতিপক্ষরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করেছে। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
(আরকে/এএস/নভেম্বর ১৫, ২০২৫)
