অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ প্রতিষ্ঠানকে মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল তৈরিসহ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৭ লক্ষ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা ও পৌর হরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও জেলা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবের বিভিন্ন বেকারি, রেস্টুরেন্ট ও বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। শনিবার দুপুরে পৌরশহরের ডালপট্টি এলাকার মা কমলা ভান্ডারকে মথ ডালে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত করে মুগ ডাল হিসেবে বিক্রির অপরাধে ১ লক্ষ টাকা, বটতলা রোড এলাকায় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে ২ লক্ষ টাকা, গোপাল মিষ্টান্ন ভান্ডারকে মিষ্টিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ঢাকা সিলেট মহাসড়ক জগন্নাথপুর এলাকায় জান্নাত হোটেল এন্ড রিসোর্টকে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং দইয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে ১ লক্ষ ১০ হাজার টাকা, উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত জিলানী ফ্লাওয়ার মিলস এন্ড ফুড প্রোডাক্টসকে মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেয়ার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ভৈরবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হচ্ছে।
তিনি আরো বলেন, ভেজাল খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান ও ক্যান্সারের উপদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যাচ্ছে। নিরাপদ খাদ্য আইনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ ভৈরবে অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
(এস/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)
