সাতক্ষীরা- ৩
বিএনপি নেতা ডা. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে আশাশুনির চাপড়া ব্রীজের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
"কাজী হঠাও ধানের শীষ বাঁচাও" ও "আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি" সহ বিভিন্ন স্লোগানে হাজার হাজার নারী-পুরুষের এই সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল হক, জাহাঙ্গীর আলম, শহিদুল আলম, আবু হেনা মোস্তফা কামাল, আব্দুস সালাম বাচ্চু, খোরশেদ আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ডাঃ শহীদুল আলম গরীব ও নিপীড়িত মানুষের বন্ধু। তিনি গরীবের ডাক্তার নামে পরিচত। এ আসনে জিততে হলে তার মতো নেতার বিকল্প নেই। আগামি তিন দিনের মধ্যে বিএনপির উর্দ্ধতন নেতৃবৃন্দ ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
(আরকে/এসপি/নভেম্বর ১৫, ২০২৫)
