চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বিল্ডিং কেনায় বিএনপি নেতার কাছে চাঁদা দাবি করায় মো: কাবিল নামে এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার শরিসা বাজারের বয়েজ ক্লাব এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে ওই যুবককে পেটানো হয়।পরে উপজেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক মো.বাচ্চু বিশ্বাস ওই যুবকের (মো: কাবিল) বিরুদ্ধে ৮ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেন।
অভিযুক্ত মো: কাবিল উপজেলার সরিষা ইউনিয়নের মালপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।সে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান বাহার বিশ্বাসের ছোট ভাই পিকুল হত্যা মামলার আসামি।
উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মো.বাচ্চু বিশ্বাস বলেন,সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের (বাহার বিশ্বাস) কাছ থেকে ২৪ লক্ষ টাকার বিনিময়ে দোকান কিনেছি। দোকান কেনার কারণে গত কাল শুক্রবার বিকেলে সরিষা প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কাবিল আমার কাছে ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে।টাকা না দিলে হত্যার হুমকি দেয়।আজ সকালে আমি পাংশা থানায় নিরাপত্তার স্বার্থে লিখিত অভিযোগ দায়ের করি।পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেলে সংবাদ সম্মেলনে করার আগে কাবিল কে স্থানীয়রা পিটিয়ে পুলিশের দিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি বাবু কিরন কুমার সেন, সহ সভাপতি বাবু শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও শরিষা ইউপির ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. রশিদ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন, কাবিলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল।আমরা তাকে খুজছিলাম।স্থানীয়রা তাকে আটক করে আমাদের সংবাদ দিলে তাকে গ্রেফতার করা হয়।
(একে/এএস/নভেম্বর ১৬, ২০২৫)
