রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মালা টেলিকমের মালিক সুজিত পোদ্দার নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মনির নামে এক মাদকাসক্ত যুবক। 

গুরুতর আহত সুজিতকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া বাজারের সোনালী ব্যাংকের উত্তর পাশে পোদ্দার পাড়ার প্রবেশ মুখে মালা টেলিকমে এ হামলার ঘটনা ঘটে। আহত সুজিত পোদ্দার লোহাগড়া পৌরসভার পোদ্দার পাড়ার মৃত অনিল পোদ্দারের ছেলে।

ঘটনার পর রাতেই আহতের স্ত্রী পপি পোদ্দার বাদী হয়ে মনিরকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মনির লোহাগড়ার পোদ্দার পাড়ার মৃত আবু বক্কার মোল্যার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে মনিরকে ধারালো ছুরিসহ গ্রেফতার করে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত মনিরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার কিছু সময় পূর্বে অভিযুক্ত মনির ব্যবসায়ী সুজিতের দোকানে এসে মোবাইলের আইডি নম্বর বের করে দিতে বললে সুজিত জানান, এটি করা সম্ভব নয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে সুজিতের গলায় আঘাত করে গুরুতর জখম করে।

এ বিষয়ে আহতের স্ত্রী পপি পোদ্দার বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে। আমি ঘটনার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

(আরএম/এএস/নভেম্বর ১৬, ২০২৫)