সালথায় ইউপি সদস্য আবুল হাসান গ্রেপ্তার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের সালথায় যুবলীগ নেতা মোঃ হাসান মেম্বার (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুকরা বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হাসান মেম্বার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মৃতঃ বাগান মুন্সীর ছেলে ও সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার ফুকরা বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগ নেতা মোঃ আবুল হাসান (হাসান মেম্বার) কে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে একটি মারামারী মামলায় ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(এএনএইচ/এএস/নভেম্বর ১৬, ২০২৫)
