রাঙামাটি প্রতিনিধি : বিনোদন পার্কের নামে কবরস্থানের কবরের উপর মঞ্চ তৈরী গান-বাজনা ও বেহায়াপনা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইমাম সমিতি ও সর্বস্তরের তৌহিদী জনতা। এমনই ঘটনা পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪ নম্বর বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়ার সিইউ টিলা নামক এলাকায়।

আজ রবিবার সকালে উপজেলা পরিষদের মাঠ হতে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসে মিলিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মতিন, কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা ইউনুছ আল হাবীবি সহ সর্বস্তরের ইমাম ও তৌহিদী জনতা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসলাম প্রিয় তৌহিদী জনতা অতি দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের শান্তি প্রিয় লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সিইউ টিলা নামক স্থানে নাম মাত্র বিনোদন পার্ক চালু করে উদ্বোধনের নামে নর্তকি দিয়ে বেহায়াপনা ও জুয়ার আসর বসিয়েছে আবুল কালাম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে বিভিন্ন সংগঠনের বড় নেতা পরিচয় ও প্রশাসনের লোকদের সাথে ওঠাবসা আছে এমন কথা বলে জনমনে হুমকি দেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে পার্ক উদ্বোধনের নামে অশালীন কার্যকালাপ শুরু করলে, স্থানীয় লোকজন বাধা দিলে তাদের মারধর করেন। পরে স্থানীরা ঘটনাস্থলে আসলে তারা নিজেদের জিনিসপত্র স্বেচ্ছায় ভাঙচুর করে পালিয়ে যায়।

দুঃখজনক হলেও সত্য, স্থানীয় তৌহিদী জনতার বিরুদ্ধে মামলা করার পায়তারা করছেন। স্থানীয়দের ক্ষোভ একজন আওয়ামী দোসর এভাবে প্রকাশ্যে ঘুরছে তবুও কেন তাকে আটক করা হচ্ছে না!
বক্তারা সংবাদ মাধ্যমের সহযোগিতায় প্রশাসনের কাছে দাবি তাকে দ্রুত আটক করে কঠিন শাস্তি দেয়া হোক।

(আরএম/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)