মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া :কুষ্টিয়া শহরের অন্যতম বিনোদনকেন্দ্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করেছে পৌর নাগরিক অধিকার পরিষদ। আজ রবিবার দুপুরে পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে পৌর নাগরিক অধিকার পরিষদের আহবায়ক এ্যাড. শামিম উল হাসান অপু সভাপতিত্বে ও সদস্য শাহারিয়া ইমন রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন,সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য জাহাঙ্গীর হাফিজ লালু, আমজাদ হোসেন বিদ্যুৎ, সাইদুল ইসলাম টিপু, এ্যাড. মিয়া মোহাম্মদ আশরাফুল রেজা শিমুল, আবু মনি সাকলায়েন এলিন, হাফিজুর রহমান হিরা, মাহফুজ্জামান তিতাস, আব্বাস হোসেন, মিথুন আলী, সানজান ইসলাম প্রেম, জীবন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের শিশু ও পরিবারগুলোর প্রধান বিনোদনকেন্দ্র হওয়া সত্ত্বেও পার্কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় রয়েছে। ভাঙাচোরা অবকাঠামো, অকার্যকর খেলার উপকরণ, পর্যাপ্ত আলোর অভাব, নিরাপত্তাহীনতা ও পরিচ্ছন্নতার সংকটে পার্কটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

তারা আরও বলেন, মানুষের মানসিক সুস্থতা, পারিবারিক বিনোদন ও শিশুদের শারীরিক বিকাশের জন্য এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে ছয় দফা দাবি জানিয়ে কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিগুলো হলো- ১. পার্কের দ্রুত সংস্কার, মেরামত ও পূর্ণ আধুনিকায়ন ২. শিশুদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খেলার উপকরণ স্থাপন ৩. পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ৪. পরিবারবান্ধব বসার স্থান, সবুজায়ন, পথচারী পথ, টয়লেট ও বিশ্রামাগার নির্মাণ ৫. নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রতিদিন পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা ৬. শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম চালু।

(এমজে/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)