এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে কোনো একসময় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

দুর্বৃত্তরা ব্যাংকের মূল ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে। গণমাধ্যমের তথ্যানুসারে, এটি ছিলো পেট্রোল ঢেলে আগুন দেওয়ার প্রচেষ্টা।

‎প্রাথমিক তথ্যে জানা গেছে, ব্যাংকের অবকাঠামো বা অভ্যন্তরীণ কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে মূল ফটকের নামফলক বা সাইনবোর্ড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দরজার সামনে কালচে ধোঁয়ার ছাপ তৈরি হয়েছে। দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করতে না পারায় ব্যাংকের কাগজপত্র, টাকা বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীর কোনো ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম আগুনের বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেছেন।

তবে, কিছু গণমাধ্যম গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, সকালে ঘটনাটি নজরে আসার পর ব্যাংক কর্তৃপক্ষ আগুনের বিষয় নিয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রল ঢেলে আগুন দেয়, কিন্তু ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ‎শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

(এটিআই/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)