ঈশ্বরদীতে নেসকোর প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন
ঈশ্বরদী প্রতিনিধি : নেসকোর প্রি-পেইড মিটার বাতিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং নেসকোর নির্বাহী প্রকৌশলী ও মিটার রিডার নজরুলকে অপসারণের দাবিতে ঈশ্বরদীতে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ঈশ্বরদী সর্বস্তরের জনগণ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
‘সম্মিলিত নাগরিক ঐক্য জোট’-এর ব্যানারে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদী–আটঘরিয়া (পাবনা–৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক ঐক্য জোটের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম (ভিপি) শাহিন, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হাসান জানি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্য আশিকুর রহমান লুলু, অধ্যাপক হাসানুজ্জামান, নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সমন্বয়ক সুলতান মাহমুদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি প্রমুখ।
বিকেলে প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান সরকার অনশনকারীদের জুস ও পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেন।
(এসকেকে/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)
