উপজেলা চেয়ারম্যান-পৌর মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রোকন সম্মেলণ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুর জব্বার দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন।
এতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খসরুকে মনোনিত করা হয়েছে। পৌরসভা নির্বাচনে পৌর জামায়েত ইসলামী পৌর শাখার আমীর হাফিজুর রহমানকে মনোনিত করা হয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জামায়েত ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মাত মাহমুদা বেগমকে মনোনিত করা হয়েছে।
অপরদিকে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষনা করায় গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক রাজনৈতিক সচেতন ব্যক্তির মতে, আগে থেকেই দলীয় প্রার্থীর নাম ঘোষনা করায় ভোটের মাঠ গুছিয়ে নিতে পারবে প্রার্থীরা। ফলে তাদের নির্বাচনী বৈতরণী পাড় হওয়া অনেকটা সহজ হবেই বলে মনে করা হচ্ছে।
(টিবি/এসপি/নভেম্বর ১৬, ২০২৫)
