রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ খ্যাত  অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল  ও অবস্থান কর্মসূচি  পালন করেছে কালিগঞ্জ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে কালিগঞ্জের কাকশিয়ালী ব্রীজের পাশে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। 

কাকশিয়ালি ব্রিজের উপর যেয়ে শেষ হয়। এ বিক্ষোভ সমাবেশে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।উক্ত বিক্ষোভ মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ন কবির ডাবলু,কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কাজী আলাউদ্দিন সোহেল, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সদস্য রাজু আহমেদ জাকির, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ডাক্তার শহিদুল আলম একজন সর্বজনীন নেতা ও জনদরদী মানুষ। দীর্ঘদিন যাবত তিনি দল মতের উর্ধে থেকে সাধারণ মানুষকে চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তার কাছে যেয়ে কোনো মানুষ সহযোগিতা পাননি এমন ইতিহাস নেই। তারা বলেন, সাতক্ষীরা-৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে থাকা ডাক্তার শহিদুল আলমকে মনোনয়ন দিলে আসনটিতে বিএনপি জয়লাভ করতে পারবে। তাকে মনোনয়ন না দিলে অনেক ভোটার ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। সবদিক বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের উর্দ্ধতন নেতৃবৃন্দ অতিদ্রুত ডাঃ শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

(আরকে/এএস/নভেম্বর ১৭, ২০২৫)