স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, ‘শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় প্রকাশের অপেক্ষা। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও কম হয়ে যাবে।’

সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মীর স্নিগ্ধ এ কথা বলেন।

তিনি বলেন, গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার পরিবার এবং গত ১৭ বছর ধরে নির্যাতিত মানুষের একটাই প্রত্যাশা-শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক।

এদিকে জুলাইয়ে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে শেখ হাসিনাসহ বাকি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৫)